Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

পিডব্লিউডির অবদানের মধ্যে রয়েছে জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য সকল ধরনের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মান। এর কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্ত্রিত। পিডব্লিউডির প্রধান দায়িত্বগুলো নিচের তালিকায় দেখানো হয়েছে। এটা উল্লেখ করে প্রয়োজন যে, প্রায় সকল সরকারী অবকাঠামো প্রকল্পের স্থাপত্য পরিকল্পনা ও নকশা, পিডব্লিউডির সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শক্রমে স্থাপত্য অধিদপ্তর করে থাকে।

গণপূর্ত বিভাগের কাজের ক্ষেত্র:

  • ডিপোজিট কাজের ভিত্তিতে অন্যান্য সংস্থার জন্য ভবন নির্মান
  • পাবলিক পার্কের রক্ষনাবেক্ষণ
  • সরকারী ভবন নির্মান ও রক্ষনাবেক্ষণের জন্য মুল্য সূচী ও বিশ্লেষণ সূচী প্রনয়ন
  • সওজ, টিএন্ডটি ও ডাকবিভাগ ব্যতীত অনন্য সরকারী ভবনের নকশা প্রনয়ন ও নির্মান
  • জাতীয় স্মৃতিসৌধ নির্মান
  • সরকারী ভবন মেরামত ও রক্ষনাবেক্ষণ
  • বুক অফ স্পেসিফিকেসন এবং কোড অফ প্রাকটিস প্রনয়ন
  • নির্মান কাজের জন্য ভূমি অধিগ্রহণ
  • নির্মান কাজের জন্য যন্ত্রপাতি ও নির্মান সামগ্রী ক্রয়
  • ভূমি ও সম্পত্তির মুল্যনির্ধারণ এবং মানসম্মত ভাড়া নির্ধারণ